Lyrics


গান : প্রয়াস
নাটক : ঝিঝি পোকার ডাক
কথা ও সুর : নাসিম নিলয়
কন্ঠ : নিবীর রায়হান
প্রয়াস
ভাষাহীন মুখ,
মুখ থেকে কাড়া ভাত;
আর থেকে যে অন্ন,
সে অন্ন হয়েছে শূণ্য\
আজ দেয়ালে ঠেকেছে পিঠ,
আর ঘরে ঘরে শুধু কান্না;
আজ মায়ের কোলে নেই শিশু,
তবু মাগো তোমার জন্য...

“করেছি প্রয়াস... করেছি প্রয়াস...
“করেছি প্রয়াস... করেছি প্রয়াস\



গান : ঝিঝি পোকার ডাক
নাটক : ঝিঝি পোকার ডাক
কথা ও সুর : নাসিম নিলয়
কন্ঠ : নিবীর রায়হান
ঝিঝিদের ডাক
স্বপ্ন,
আমাকে দেখায়...
নতুন,
কল্পনার জগৎ
জীবনের রং করে রঙ্গিন...
প্রকৃতির গান আজ হয়ে মলিন,
পিছনের পথ থাক ভুলে থাক থাক থাক,
ঝিঝিদের ডাক,
প্রাণ ছুঁয়ে যাক,
হয়ে যাক,
সময়ের অধীন..

Comments